সাগরদাঁড়ীর আর একটি ঐতিজ্য হলো কপোতাক্ষ নদ । তবে অত্যন্ত দীর্খের বিষয় উক্ত কপোতাক্ষ নদ এখন আর জীবিত নেই । নদ শুকিয়ে গেছে । সেখানে এখন ক্ষরা মেীসুমে গরু ছাগল চলে এবং বর্ষা মেীসুমে এলাকা প্লাবিত হয় । উদ্ধতন কর্তপক্ষের দয়ায় নদটি খনন করা হয়েছে কিন্তু সেটাও অনেক কম । নদটি এখনো খনন করা প্রয়োজন ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস