মেহেরপুর দরগা একটি ঐতিজ্যবাহী দরড়া ,প্রতিদিন এখাসে বহু দর্শনার্থী এখানে বেড়াতে আসে । অনেক দর্শনার্থী তাদের সাধ্যমত সাহায্য দেয় । মেহেরউল্লা পীরের জন্মদিন উপণলক্ষে বাৎসরিক উরস শরীফ পালন করা হয় । বহু দূর দুরন্ত অনেক মুরীদ উক্ত অনুষ্টানে যোগদান করে । উক্ত দরগায় একটি ঐতিজ্য বাহী পাতকুয়া আছে । শোনা যায় উক্ত কুয়া থেকে মেহেরুল্লা পীর পানি খেতেন । দরগার একটি বটগাছ থেকে শতশত বট গাছের জস্ম হয় ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস